প্রিয় এই দেশ আর বাংলা ভাষা,
তাতে মিশে বাঙালীর মন প্রাণ আশা।
সহস্র ত্যাগে গড়া এই দুই রতন,
আগলিয়ে রেখ তাকে মায়ের মতন।
জীবন আর হৃদয় দিয়ে করিও যতন,
বাংলা বাংলা ভাষা আপনের আপন।
ওৎপেতে আছে সদা শুকুনের দল,
সুযোগে খামছে খাবে করে হাজার ছল।
চারিদিকে ছড়িয়ে আছে ওদের পঙ্গপাল,
বাংলা বাংলা ভাষার নিতে পিঠের ছাল।
এই দেশ এই ভাষা বাঙালীর প্রাণ,
সমুন্নত রেখ সদা তার সম্মান।