বাংলা ভাষা ।। রেজাউল করিম রোমেল

বাংলা ভাষা বাংলা ভাষা
আমার বাংলা ভাষা,
বাংলা আমার মায়ের ভাষা
এটাই আমার আশা।

রফিক জব্বার জীবন দিলো
এই ভাষারই জন্য,
এই ভাষাতে কথা বলে
ধন্য আমি ধন্য।

বাংলা ভাষা বাংলা ভাষা
বাংলা আমার প্রাণ,
জীবন দিয়ে হলেও  আমরা
রাখব ভাষার মান।

(বাংলা ভাষা ।। রেজাউল করিম রোমেল)
--------------------------------------------------------
রেজাউল করিম রোমেল।
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি,
যশোর, বাংলাদেশ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post