মহান একুশ ।। রবিউল ইসলাম

একুশ মানে ছেলে হারা
মায়ের কান্নার সুর, 
একুশ মানে বাবার বুকটা 
দুঃখতে ভরপুর। 
একুশ হলো এদেশ পাওয়ার 
স্মরনীয় একদিন, 
একুশ হলো ভাষা দিবস 
করুণ সুরের বীণ।
একুশ মানে গোলাপ ছিড়ে 
কাঁটার আঘাত খাওয়া, 
একুশ মানে সাহস হলো
করা পাল্টা ধাওয়া। 
একুশ হলো আশার আলো 
নতুন করে স্বপ্ন দেখার, 
একুশ হলো শপথ নেওয়া 
অবিচারের প্রতিবাদ শেখার। 
একুশ মানে ছেলের রক্তে 
রাঙানো মায়ের বুক, 
একুশ মানে দুঃখের চেয়ে 
অনেক বেশি সুখ।
একুশ হলো আগুন নিয়ে 
জীবন মরণ খেলা, 
একুশ মানে দুঃখ শেষ 
এখন সুখের বেলা। 


নামঃ রবিউল ইসলাম, পিতা মোঃ আবুল হাশেম, মাতাঃ রমেছা খাতুন, গ্রাম রঘুনাথপুর, উপজেলা পাংশা, জেলা রাজবাড়ী। প্রকাশিত বই (যৌথ) পাঁচটি। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।