বুকের ভেতর বায়ান্ন
আজও জেগে থাকে সারারাত
আজও বাংলার বুকে অনার্য বিষণ্ণ দিন
আজও ভাষার আন্দোলন
আজও ভাষাকে বুকে নিয়ে আমরা শহীদদের করি স্মরণ ।।
ভুলি নি তোমায় বায়ান্ন
হৃদয় জুড়ে তুমি আজও ফোটা গোলাপ
কতো প্রাণের বিনিময়ে আর্জিত আমাদের অধিকার
আমরা ভুলিনি বায়ান্নর দেশজোড়া সংগ্রাম ।।
রক্ত দিয়ে প্রাণ দিয়ে
আজও আমরা বায়ান্নকে করছি স্মরণ
বায়ান্ন তুমি হৃদয়ের গভীরে
তুমি ইতিহাস
তুমি জীবন। তুমি জীবন মরণ ।।
হৃদয়ে আজও আঁকা রক্তাক্ত খতিয়ান
তুমি চেতনায় বায়ান্ন। তুমি চিরন্তন। তুমি প্রিয়জন ।।
------------------------------ ------------------------------ --------------------------
হামিদুল ইসলাম।
গ্রাম + পোষ্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গ।
ইন্ডিয়া।
মোবাইল +হোয়াটস্যাপ =8637316460.
পিতা। প্রয়াত মিরহোসেন মন্ডল।
মাতা। প্রয়াতা হালিমা মন্ডল।
আমার পেশা। লেখা। কবিতা প্রবন্ধ মুক্তোগদ্য
অণুগল্প ছোটোগল্প বড়োগল্প নাটক উপন্যাস ইত্যাদি।