রাত্রিকালীন ।। কৌস্তুভ দে সরকার


ইচ্ছে তো করে সারাক্ষনই আঙ্গুলে হৃদয় বাজুক,
ইনবক্সে ভালোলাগার লুকোচুরি নিয়ে 
জোরদার খেলা চলুক দিনভর;
কিন্তু কোথায় যেন সময় ও কাজের এক চক্রান্ত শুরু হয়;
কষ্ট হলেও বলতে হয় - 'রাখি';
ততক্ষণে কুয়াশারা গিলে নেয় চরাচর;
মাথার ওপর দিয়ে নীড়ে ফেরা পাখিদের ওড়াউড়ি,
আর, ক্রমে শ্লথ হয়ে আসে 
দূরগামী লরির যাতায়াত - রাত জেগে।

-----///------

কৌস্তুভ দে সরকার
থানাকলোনি, ইসলামপুর, উত্তর দিনাজপুর, 733202

 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post