একুশ আমার ।। মো. আব্দুল ছালিক


মাতৃভাষা বাংলা ভাষা
তার তোলনা নাই
এমন ভাষা বিশ্ব বুকে 
বলো কোথায় পাই।

বাংলা ভাষা আনতে গিয়ে
রক্ত গেলো শত
বীর বাঙালি জীবন দিল
হয়নি ওরা নত।

সালাম,রফিক, বরকত, জব্বার 
জীবন দিয়ে গেলো
আরো কতো জীবন দিয়ে
বাংলা ভাষা এলো। 

২৫-০১-২০২৩ ইং

মো. আব্দুল ছালিক
গ্রামঃ সত্তিশ রমজানপুর
পোষ্ট অফিস, হাবড়া বাজার ৩১৩০
থানাঃ বিশ্বনাথ
জেলাঃ সিলেট।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post