বই মেলা ।। গোলাপ মাহমুদ সৌরভ

বই মেলা 

লেখক পাঠক এক সাথে 
বই মেলা ঘিরে, 
প্রিয় লেখকের বই কিনে
শূন্য নাহি ফিরে। 
লেখক পাঠক সেলফি তুলে 
পছন্দের বই কিনে,
মেলা কি আর জমে উঠে 
পাঠক পাঠিকা বীণে 
প্রতিদিনই মেলায় আসে 
নতুন নতুন বই,
ছোট্ট সোনামণিরা খুঁজে 
মজার ছড়া কই।

খোকার প্রশ্ন

খোকার প্রশ্ন মায়ের কাছে 
কেন তুমি কাঁদো?
কতো একুশ আসে যায় 
আসে না বাবা আদোও!
একুশে ফেব্রুয়ারী ভাষার মাস
মায়ের মুখে শুনি, 
লাল সবুজের পতাকা হাতে 
অপেক্ষার প্রহর গুণী। 
শহীদ মিনারে কারা আছে 
কেনো দিবো ফুল?
এমন কথা বলিসনি খোকা
করবি বড়ো ভুল। 
শহীদ মিনারে ঘুমিয়ে আছে 
ভাষার সৈনিক যত,
একুশ এলেই পুষ্পাঞ্জলিতে
শ্রদ্ধা জ্ঞাপন শত।

বগী ও পুঁটি

খুঁটির উপর বসে বগী
খুঁজে পুঁটি মাছ, 
চুপটি করে থাকে বসে 
দেখে পুঁটির নাচ। 
বগী তাকায় এদিক ওদিক 
তীক্ষ্ণ প্রখর চোখে, 
পুঁটি লুকায় ওঝা বনে 
চলে এঁকেবেঁকে। 
বগী বড়ো আশায় থাকে 
একটি যদি পাই,
চালাক পুঁটি দেয় না ধরা
বগীর কপালে ছাই। 
সাদা পালক বগীর গায়ে
লম্বা তাহার ঠোঁট, 
বড্ড রেগে বলে বগী
নষ্ট হলো মুঠ।


গোলাপ মাহমুদ সৌরভ 
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post