ঝরাপাতায় স্বরে--- অ।
তাই মনে পড়ে-- ক।
মিঠে কড়া রোদে-- র।
নায্য প্রতিশোধের -- প।
ফাল্গুনী পলাশের
আলপনা এঁকে,
ফুল দিলো মিছিলের
ফ্যাস্টুনে ঢেকে।
তুলতুলে বুলবুল,
তুলি ভরা ছবি,
জলঢালা পরাণে
রঙ করা সবই।
মায়ের মুখেই শুনি-- ম।
আশায় ভাষায় চিনি -- ব।
সমতার দিন গুণি --- গ।
রক্তে ভেজা দন্ত্য -- স।