একুশের চেতনা ।। ফেরদৌসী খানম রীনা

একুশ আমার গর্ব আর
একুশ  আমার চেতনা,
একুশ আমার মায়ের ভাষা
একুশ আমার ঠিকানা।

একুশ মানে  ভাইয়েরা
জীবন করলো দান,
জীবন দিয়ে রাখবো তাই
বাংলা ভাষার মান।

একুশ মানে রফিক সফিক, সালাম 
 জব্বার জীবন দিলো বলী,
আজও আছে স্মরণ সেই বেদনাময়
স্মৃতি কি করে যাই ভুলি!!

একুশ এলেই মায়ের চোখ
থাকে অশ্রু সিক্ত,
এ দিনেই মা হয়েছিল ব্যথায়
জর্জরিত আর রিক্ত।

একুশ মানে শহীদ মিনারে
তাজা তাজা ফুল,
ভাষার জন্য জীবন দিতে
ভাইয়েরা করেনি ভুল।

একুশ মানে ত্যাগের মহিমা
জানায় সবাই সন্মান,
জীবনের বিনিময়ে ভাইয়েরা
বাংলা ভাষা করলো দান।

একুশ হলো নিজ স্বার্থ
প্রাণের মায়া বিসর্জন,
মায়ের ভাষা রক্ষার
স্বাধীনতা অর্জন।

নামঃ ফেরদৌসী খানম রীনা
পিতাঃ হারুনুর রশিদ
মাতাঃ ফিরোজা বেগম
১৮/৩,পূর্ব বাসাবো,কদমতলা
স্কুল গলি
ঢাকা-১২১৪ 
প্রকাশিত বইঃ রঙধনুর রঙে

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post