একুশে ।। সুমিতা চৌধুরী

  

হাজারো কোল শূন্য হয়েছিল, 
খেলেছিল এ ধরা রক্তের হোলি।
আপন মাতৃভাষাকে দিতে সম্মান,
শত সহস্র বাংলার তরতাজা প্রাণ দিয়েছিল আপনাকে বলি।
যে ভাষা ছিল সবচেয়ে প্রাচীন 
সাহিত্যে ও সুমিষ্টতায়,
দুর্বল ভেবে তাঁরই টুঁটি টিপে ধরেছিল
 রাজাকারের দল হেলায়!
আপন রক্তে চুকিয়েছিল দেনা 
আপন মাতৃভাষার,
মান্যতা পেয়েছিল বাক স্বাধীনতা 
শৃঙ্খল ভেঙেছিল পরাধীনতার।
 শত সহস্র শহীদের রক্তে
বাংলা পেয়েছিল তার হৃত মান,
আজ সবাকার মুখে মুখে ফেরে
 জগতে বাংলা ভাষার সুউচ্চ স্থান।
তবে কেন বাঙালি, আজ আপনি হেলা করো
আপন মাতৃভাষাকে?
যে ভাষাতে আওড়ালে তুমি প্রথম বুলি,
 যার মাধ্যমে চিনলে এ ধরাকে!
শুধু একটি দিনের তরে করো না স্মরণ
আপন ভাষার গৌরব,
তার আকরের মণিমুক্তায় 
খোঁজো আপনার চির বৈভব। 
বাংলা আমাদের চেতনা, মনন,
আমাদের স্বাভিমান, 
আজীবন তারে ন্যায্য মান্যতা দিয়ে 
দাও হৃদয়ে অধিষ্ঠান। 
তবেই তুমি মান্যতা পাবে,
অর্জন করবে আপন স্বাধীনতা। 
নইলে "একুশে" ইতিহাসে একটি দিন হয়েই রবে,
 পদলেহনে তুমি চিরতরে বন্দী হবে পরাধীনতার।
 
(একুশে ।।  সুমিতা চৌধুরী )


নাম- সুমিতা চৌধুরী 
পিতার নাম- শ্রী সলিল চ্যাটার্জি 
মাতার নাম- শ্রীমতি অরুণা চ্যাটার্জি 
পেশা- সাহিত্য চর্চা, গৃহবধূ 
প্রকাশিত বই- "রৌদ্র ছায়া"
ঠিকানা- Sumita Choudhury 
6/1 Height Road,  3rd floor 
 Liluah 
 Howrah-711204

 

 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।