ফাগুন আগুন ।। রেজাউল করিম সোহাগ

প্রাণের সাথে মিলেছে প্রাণ
আজি ভরা এ বসন্তে,
রঙ ছড়ায়ে দিযাছে দোলা
চির দুখীর প্রাণের প্রান্তে।

রাঙ্গায়ে দিতে এসেছে প্রাণ
জীর্ণ জরা শীর্ণ হৃদয়,
দুখীর বেদন ভাঙ্গাতে মান
ঘুচাতে পণ সব অবক্ষয়।

ফাগুন আগুন লাগলো বনে
কোকিল ডাকে কুহু সুরে,
বসন্তের এই ফাগুন বেলায়
প্রেম বিলাবো হৃদয় ভরে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post