শরীর ও মনের কপাট খুলে,
কোন ভাষাটা ফোটায় ফুল।
কোন ভাষাটা প্লাবিত করে,
সহজ সরল ভাবের কূল।।
কোন ভাষাকে আঁকড়ে ধরে,
ছোট্ট শিশু কাটে সাঁতার।
কোন ভাষাটা শিশুর মনে,
ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার।।
কোন ভাষাটা মায়ের মুখে,
প্রথম শুনে শিশু হাসে।
কোন ভাষাটা শিশুর বুকে,
আপনা থেকেই থাকে বসে।।
সেই ভাষাটা সবাই জানে,
সে তো সবার প্রাণের মাতৃভাষা।
কথা বলি,হাসি, কাঁদি,
সে তো আমার সোনার বাংলাভাষা।।
এই ভাষাটার তরেই সেদিন,
কত শহীদ আমার ভাই।
বাংলাভাষা চিনিয়ে দিল বিশ্বকে,
মাতৃভাষার কোন বিকল্প নাই।।
(মাতৃভাষা ।। অজিত কুমার জানা)
অজিত কুমার জানা-অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক,
পিতার নাম বিধুভূষণ জানা, মাতার নাম বীণাপানি জানা, পশ্চিমবঙ্গ, ভারত। প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থ ৪৫টি, প্রকাশিত যৌথ কাব্য সংকলন শতাধিক।