মাতৃভাষা ।। অজিত কুমার জানা

শরীর ও মনের কপাট খুলে, 
কোন ভাষাটা ফোটায় ফুল। 
কোন ভাষাটা প্লাবিত করে, 
সহজ সরল ভাবের কূল।।

কোন ভাষাকে আঁকড়ে ধরে,
ছোট্ট শিশু কাটে সাঁতার। 
কোন ভাষাটা শিশুর মনে, 
ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার।।

কোন ভাষাটা মায়ের মুখে, 
প্রথম শুনে শিশু হাসে। 
কোন ভাষাটা শিশুর বুকে, 
আপনা থেকেই থাকে বসে।।

সেই ভাষাটা সবাই জানে, 
সে তো সবার প্রাণের মাতৃভাষা। 
কথা বলি,হাসি, কাঁদি, 
সে তো আমার সোনার বাংলাভাষা।।

এই ভাষাটার তরেই সেদিন, 
কত শহীদ আমার ভাই। 
বাংলাভাষা চিনিয়ে দিল বিশ্বকে, 
মাতৃভাষার কোন বিকল্প নাই।।

(মাতৃভাষা ।।  অজিত কুমার জানা) 
অজিত কুমার জানা-অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, 
পিতার নাম বিধুভূষণ জানা, মাতার নাম বীণাপানি জানা, পশ্চিমবঙ্গ, ভারত। প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থ ৪৫টি, প্রকাশিত যৌথ কাব্য সংকলন শতাধিক। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।