প্রতিদিন আলো ফোঁটা ভোরে রাতের কালোকে বিসর্জনের বাঁশি শোনাই,
প্রতিদিন সময়গুলোকে ব্যস্ততার সানাই শোনাই!
প্রতিদিন জীবনকে গুলিয়ে গুলিয়ে খায়,
প্রতিদিন নিয়ম করে নতুন স্বপ্ন বুনায়।
প্রতিদিন তোমার গল্পে আমাকে খুঁজে বেড়ায়,
প্রতিদিন আমার গল্পে তুমি থাকো রূপকথার ব্যাঙ্গমা- ব্যাঙ্গমি!
প্রতিদিন রাত্রি এলেই অভিমানে- অভিযোগের তীর চুমি;
কানামাছি খেলায় মগ্ন আত্মবিশ্বাস কিংবা অবিশ্বাসের কালোয়।
(প্রতিদিন ।। তাসনিয়া ইসলাম)