ভাষার জন্য ।। রবীন পাণ্ডে

 


বাংলা আমার মায়ের ভাষা আমার মাতৃভাষা 
প্রাণের ভাষা বাঁচার আশা সেই তো লক্ষ আশা।

এই ভাষাতে জীবন জয়ের স্বপ্ন দেখে কেউ 
এই ভাষাতে গঙ্গা থেকে পদ্মায় ওঠে ঢেউ।

রফিক সালাম বরকতেরা মরণ ভালোবেসে
ভাষার জন্য শহীদ হলো জীবন দিল হেসে।

আমরা আজ সবাই মিলে করব ভীষণ পণ
বাংলা মাকে রাখবো অটুট জীবন যতক্ষণ।

এই শপথের অঙ্গীকারে লক্ষ হাজার পথ
এগিয়ে নিয়ে চলবো তাই জীবন জয়ের রথ।

(ভাষার জন্য ।। রবীন পাণ্ডে ) 
----

যোগাযোগঃ রবীন পাণ্ডে,৪ডি বৈজয়ন্তী ম‍্যানসন,বাঁশবাড়ী, মালদা-৭৩২১০১

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post