কখনও কি ঘুরে দেখেছিলেন হৃদয়পুরের অন্দরমহল?
কখনও কি জেনেছিলেন ওখানে কার বাস?
কাকে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজেকে আজ মৃত মনে হয়?
হৃদপিণ্ডের মাঝখানে এক গভীর ক্ষত লুকিয়ে আছে,যার কোনোদিন মেরামতের প্রয়োজন হয় নি।
কোনোদিন জেনেছিলেন মধ্য দুপুরে মরা কাক গুলো অমন করে ডাকে কেন?
কেন মাঝে মধ্যে সময়ের আগেই সন্ধ্যা নেমে আসে?
সব সন্ধ্যের নাম গোধূলি লগন হয় না,
কিছু সন্ধ্যা থেমে যায় মেঘের মুখোশে।
কখনও খুঁজেছিলেন বৃষ্টির ফোটার কী রং?
লাল,নীল না অস্পৃশ্য ;
সব বৃষ্টির জল এক রঙের হয় না।
হাজার মৃত সপ্নের রং কান্না হয়ে জলে মিশে।
আচ্ছা,
কান্নার রং কী?
ইচ্ছে পোড়ার গন্ধ থাকে না কেন?
সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই
কিছু গল্প অধরা থাকা ভালো....।