আমাদের দুনিয়াটা ।। সৌম্যদ্বীপ দাস


সকালবেলা ঘুম থেকে উঠে
আমার মা
তাকিয়ে দেখে লাল সূর্যটা,
পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে।

আমি যখন উঠি,
পৃথিবীতে কোথাও রাতের ছায়াছবি নেই-
আমি আমার ঘরের দরজা থেকে,
নক্ষত্রগুলো দেখতে পাই
বুঝলাম রাত হয়েছে।

এই রাতের নিকষ অন্ধকার
কালো অস্পষ্ট ও ভয়ঙ্কর চিৎকারে,
আমার ভাইয়ের হাতে বন্দুক ধরিয়েছে-
মায়ের এক হাতে কলসি
আঁচলে বারুদ বাঁধা অবস্থায়,
আমাকে জল খেতে দিচ্ছে প্রতিদিন
আমি বুুুঝি আমাদের দুনিয়াটা,
রক্তের হিমোগ্লোবিন হারিয়েছে।



সৌম্যদ্বীপ দাস

Balurghat, dakshin dinajpur

West Bengal 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post