মুক্তি পেলেই সুখ
মুক্ত পাখির ছোঁয়া
স্বাধীনতার স্বাদ।
কালশিটে দাগ সমাজে
মুছে যাবে আন্দোলনে
প্রতিবাদে বিপ্লবে
রূপান্তর।
মুক্তি পেলেই সুখ
মুক্ত পাখির ছোঁয়া।
উজ্জীবনের রেখা
সহজ সরল প্রাণ
রক্ত ঝরার দিন।
রক্তে রক্তে যুগান্তর
ক্ষয়ের সীমা বিলোপ
দেশজ অভিযোজন।
স্বাধীন দেশের স্বাধীন পতাকা
আনে মুক্ত পাখির ছোঁয়া।
মুক্তি পেলেই সুখ।
কাঠিয়া, পাইকর, বীরভূম, পশ্চিমবঙ্গ