একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর
তপ্ত কড়া একাত্তর
স্লোগান ধরা একাত্তর।
গর্জে ওঠে সাতই মার্চ
চলছে শিকল ভাঙার নাচ
শেখ মুজিবের দমকা ভাষণ
আসন গড়ে সপ্তচূড়;
একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর।
রাজশাহী কি বরিশাল
ঢাকার শহর টাল মাতাল
চট্টগ্রামও নয় পিছিয়ে
ক্ষীপ্ত সিলেট-দিলাজপুর,
রাজপথে সব মশাল ধরে
মারমুখী বীর বাহাদুর;
একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর।
খুলনা-যশোর-নোয়াখালী
কুমিল্লা ও মাগুরায়,
জয়ের নেশায় স্লোগান ধরে
কেউবা কুড়াল-দা ঘুরায়,
জাতি ধর্ম সব একাকার
পাক যাতনা করতে দূর;
একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর।
কই রাজাকার, আল বদর?
ওদের প্রতি নেই কদর।
কেঁড়ে নেবে বোনের মান
করবে সার্পোট পাকিস্তান?
এইনা বলে অমনি চলে
মুক্তিসেনার মেশিনগান!
জীবন দিয়ে হয় ইতিহাস
জাহাঙ্গির ও মতিউর,
একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর
তপ্ত কড়া একাত্তর
স্লোগান ধরা একাত্তর।
ঠিকানা-
নজরুল ইসলাম শান্তু
শান্তুনীড়, ধর্মগঞ্জ এনায়েতনগর, ফতুল্লা নারায়ণগঞ্জ।