রক্তঝরা একাত্তর ।। নজরুল ইসলাম শান্তু



একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর
তপ্ত কড়া একাত্তর
স্লোগান ধরা একাত্তর।

গর্জে ওঠে সাতই মার্চ
চলছে শিকল ভাঙার নাচ
শেখ মুজিবের দমকা ভাষণ
আসন গড়ে সপ্তচূড়;
একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর।

রাজশাহী কি বরিশাল
ঢাকার শহর টাল মাতাল
চট্টগ্রামও নয় পিছিয়ে
ক্ষীপ্ত সিলেট-দিলাজপুর,
রাজপথে সব মশাল ধরে
মারমুখী বীর বাহাদুর;
একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর।

খুলনা-যশোর-নোয়াখালী
কুমিল্লা ও মাগুরায়,
জয়ের নেশায় স্লোগান ধরে
কেউবা কুড়াল-দা ঘুরায়,
জাতি ধর্ম সব একাকার
পাক যাতনা করতে দূর;
একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর।

কই রাজাকার, আল বদর?
ওদের প্রতি নেই কদর।
কেঁড়ে নেবে বোনের মান
করবে সার্পোট পাকিস্তান?
এইনা বলে অমনি চলে
মুক্তিসেনার মেশিনগান!

জীবন দিয়ে হয় ইতিহাস
জাহাঙ্গির ও মতিউর,
একাত্তর একাত্তর
রক্তঝরা একাত্তর
তপ্ত কড়া একাত্তর
স্লোগান ধরা একাত্তর।

ঠিকানা-
নজরুল ইসলাম শান্তু 
শান্তুনীড়, ধর্মগঞ্জ এনায়েতনগর, ফতুল্লা নারায়ণগঞ্জ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।