Homeছড়া-কবিতা স্বাধীন দেশ ।। শেখ সোহেল রেজা March 26, 2023 0 খুব সহজে হয়নি স্বাধীন বাংলাদেশের মাটি,খুব সহজে হয়নি এদেশসুন্দর পরিপাটি।রক্ত ঝড়েছে কতো যোদ্ধারগিয়েছে কতো প্রাণ,শপথ করি সবাই আজরাখবো দেশের মান।কতো মায়ে ইজ্জত দিয়েছেবললে হবে না শেষ,অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীন দেশ। হালিচা: ছড়া-কবিতা শেখ সোহেল রেজা স্বাধীনতা দিবস ২০২৩ Facebook Twitter