ওরা কারা?
সত্যের নামে করে মিথ্যাচার
গণতন্ত্রের স্বাধীন বঙ্গের বক্ষে,
কে করছে মেধাবী ছাত্র হরণ?
ওরা স্বাধীনতার মুক্ত মাঠে
বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক মুক্ত জনতার উপর করে অত্যাচার
নেমে আসে জাতিসত্তায় ঘনঘোর অন্ধকার
আজ কেনো বারংবার ফিরে আসে
সাদা শার্ট রক্তে রঞ্জিত বুলেট বিধ্বস্ত নিথর দেহ
কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র।
কেনো টিয়ার গ্যাস আর গ্রেনেড ঝলসানো শহর?
ছুটছে সেই ছেলে লাল সবুজ পতাকার মিছিলে
ফেরেনি আর সেতো জননীর কোলে
ছেলে হারা সেই নারী প্রতীক্ষায় ব্যাকুল উঠানে দাঁড়িয়ে
কেনো দাবানলে শহর-নগর-গ্রাম-গঞ্জ পুড়ে হয় ছাড়খার
কেনো জাতির শ্রেষ্ঠ সন্তানের রক্তে প্লাবিত পিচঢালা পথ
স্বাধীনতার স্বপ্নভরা জমিনে
স্বপ্ন ভরা মা-বাবার স্বপ্নের ছেলে
ডাক্তার কিংবা বি.সি.এস ক্যাডার না হয়ে
ফিরে আসে রক্তে রঞ্জিত দেহ নিয়ে
কেনো অনাকাঙ্খিত মায়ের কোল শূন্য হয় একের পর এক
কেনো গর্বিত সন্তানের পিতা ছেলে হারায় বারংবার
কেনো ভাই হারা বোন শোকের অনলে পুড়ে হয় ছাড়খার কেনো লাজে রাঙা বধুর প্রিয় পাত্রের শেষ গোছল
চোখের জলের সমাধি হতে না হতেই
আরেক নব বধুর স্বপ্নের বাসর রক্তে রঞ্জিত
এই বঙ্গের বক্ষে নিপীড়িত, নির্যাতিত ছাত্র-জনতা
এখনো বজ্রের মতো ক্ষেপে উঠেনি।
সাবধান
আর যেনো না হয় কোনো জননীর বুক খালি
আর যেনো না হয় কোনো পিতা ছেলে হারা
আর যেনো না হয় ভাই হারা বোন
আর যেনো না হয় নববধু প্রিয়পাত্র হারা
নির্যাতিত ছাত্র-জনতা নিচ্ছে সব আয়োজন
সাবধান
একবার যদি গর্জে উঠে তবে হবে তোমাদের জীবন্ত সমাধি।