দায়িত্ব ও শপথ ।। ভবেশ চন্দ্র সরকার



হে স্বাধীনতা বড় জটিল 
মানবতার দায়ভার,
তোমার ছোঁয়ায় খুলে যাক যত
 প্রতিবন্ধকতা রুদ্র দ্বার।

সততা নীতি সত্য বিতরণ 
কর সবার মাঝে,
ফুলে ভরা বসন্তের ছোঁয়ায়
হাসুক মানবতা গৌরবে।

মুক্তি চেতনা কুসুমিত হোক
আজ এই শুভক্ষণে,
লাল সবুজ পতাকা উড়ে,(হে
স্বাধীনতা) তোমায় বরণে!

ত্রিশ লক্ষ্য শহীদ রক্তের 
ঋণ তুমি মনবল,
নতুনের মাঝে বিকশিত হও
রাশি রাশি শতদল।

ভবিষ্যত প্রজন্মের তুমি ভরসা
হে স্বাধীনতা মহান,
বিশ্ব মাঝে তোমারই আদর্শে
কর হে অধিষ্ঠান

সব গ্লানি মুছে অটুট হোক
প্রেম প্রীতি বন্ধন,
মানবতা প্রেম জেগে উঠুক 
শান্তি সুখের স্বপন।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।