স্বাধীনতা মুখে ।। বেলাল হোসাইন


স্বাধীনতা মুখে মুখে
নয় তো তাহা কাজে
জাতির দশায় স্বাধীনতা
মুখটি ঢাকে লাজে।

পথে ঘাটে অনাথ শিশু
কাঁদে ভীষণ দুখে
দু'মুঠো ভাত পেটটা পুরে
উঠে না যে মুখে ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
গরীব বেহাল দশা
কৃষক-জমি অনাবাদি
সারহীনা সে বসা ।

ধর্ম নিয়ে কটূক্তিকে
স্বাধীনতা বলে
স্বাধীনতার আসলার্থ
ফেলে দিয়ে জলে ।

স্বাধীন দেশে থেকেও যেন
শৃঙ্খলিত মোরা
লোকাড়ালে শক্ত বাঁশ আর
সামনে ফুলের তোড়া।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।