স্বাধীনতা মুখে ।। বেলাল হোসাইন


স্বাধীনতা মুখে মুখে
নয় তো তাহা কাজে
জাতির দশায় স্বাধীনতা
মুখটি ঢাকে লাজে।

পথে ঘাটে অনাথ শিশু
কাঁদে ভীষণ দুখে
দু'মুঠো ভাত পেটটা পুরে
উঠে না যে মুখে ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
গরীব বেহাল দশা
কৃষক-জমি অনাবাদি
সারহীনা সে বসা ।

ধর্ম নিয়ে কটূক্তিকে
স্বাধীনতা বলে
স্বাধীনতার আসলার্থ
ফেলে দিয়ে জলে ।

স্বাধীন দেশে থেকেও যেন
শৃঙ্খলিত মোরা
লোকাড়ালে শক্ত বাঁশ আর
সামনে ফুলের তোড়া।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post