প্রিয় স্বাধীনতা,
তুমি রাজপথের তাজা রক্তের বন্যা।
প্রিয় স্বাধীনতা,
তুমি ভোরের স্নাত সকাল।
প্রিয় স্বাধীনতা,
তুমি ঝলমলে উদিত সূর্য্য।
প্রিয় স্বাধীনতা,
তুমি মায়ের মুখের হাসি।
প্রিয় স্বাধীনতা,
তুমি নিস্পাপ শিশুর অম্লান হাসি।
প্রিয় স্বাধীনতা,
তুমি শত কবির কাব্যকথা।
প্রিয় স্বাধীনতা,
তুমি কৃষকের মুখের হাসি।
প্রিয় স্বাধীনতা,
তুমি বাংলার মাটির সোনালী ক্ষেত।
প্রিয় স্বাধীনতা,
তুমি লাল সবুজের বাংলাদেশ।
শুক্লা বর্মা (সহকারী শিক্ষক)
তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট
