স্বাধীনতা তুমি কার? ঘাসফুল চুসে খায় যারা?
গলগণ্ডে ভুগে মরে পাড়া আর শূন্য ঘরে লাক্ষা।
স্বাধীনতা পেয়ে যায় যারা লন্ঠন নিভিয়ে ফেরা
তবু বলে স্বাধীনতা! একি আজব পৃথ্বীর পাড়া।
হা হা হাসি দিলে মোটে নই খুশি তবু কেউ বলে
চুপ করে বসে থাক স্বাধীনতা মানে! মন জানে।
হাটে ঘাটে মাঠে ধুর, বাহে চিলে ছুঁই দিল যবে
বলতে গেলেই ঠাস করে মারে, স্বাধীনতা বলে।
স্বাধীনতা স্বাধীনতা ভণ্ডের দলে সবাই মিলে,
স্বাধীনতা মানে নিয়ে আজ পড়েছি বিপাকে সবে।
স্বাধীনতা চায় কারা? খুব সহজে কি পায় তারা?
অধিকার অধিকার বদ্ধ পরিকর দেয় নাড়া।
স্বাধীনতা পেয়ে গেলে পরাধীনতার বেড়ি পড়ি
সুখে আছে স্বাধীনতা এই ভেবে পথখানি চলি।