দেশের তরে ঝাঁপিয়ে পড়ে
স্বাধীনতার ডাকে,
শহীদ রক্তের বিনিময়ে
বাঁচায় বাংলা মাকে।
কুলি মজুর শ্রমিক চাষা
অস্ত্র নিল হাতে,
পাক সেনাদের ঘায়েল করে
দিনে কিংবা রাতে।
বীর বাঙ্গালী লড়াই করে
স্বাধীনতার জন্য,
দেশের তরে জীবন দিল
তাঁরাই হলেন ধন্য।
আবাস ভূমি ছাড় দেব না
থাকতে দেহে রক্ত,
আমরা যাঁরা বীর সেনানী
বাংলা মায়ের ভক্ত।
মায়ের সন্তান আছি যাঁরা
শপথ করি আজি,
স্বাধীন করি দেশকে মোদের
রেখে জীবন বাজি।
মোঃ শরিফুল ইসলাম,
টাঙ্গাইল সদর টাঙ্গাইল