কাল বৈশাখী'র ঝড় ভেঙ্গে দিলো শতাধিক গাছ আর ঘর,
চারদিক শিলাবৃষ্টি। প্রকৃতিতে বিস্ময় সুরের সৃষ্টি!
আকাশে বিদ্যুতের ঝলকানি ও প্রচন্ড শব্দের বজ্রপাত।
বারণ মানে না দিন-রাত,
এমন সময় বাদ্যধ্বনি ঢোল আর ঢাক।
আয়োজন সবদিকে আজ পঁচিশ বৈশাখ।
থেমে গেল ঝড়, হেসে ওঠে রবি।
শুভ জন্মদিন প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি।