বিমুগ্ধ গ্রীষ্ম ।। শুভজ্যোতি মন্ডল মানিক


মোহিত সুভাস,চারিপাশে নতুনত্বের 
আলপনা;একমুঠো দূরন্ত বাতাসের 
ঝিরিঝিরি সুর;রূপ মাধুর্যে অষ্টাদশী 
ললনা;আলোক ঝলমলে গ্রীষ্মকাল।

সবুজ পাতায় যুবতীর নৃত্যের ঢেউ;
সোনালি ধানে স্বপ্নের চাষ;
উত্তপ্ত দুপুরের নির্জন পথে ঘর্মাক্ত 
পথিক;ধূলো মেঘের মৌন বিকেল।

ফুলেল সৌন্দর্যে প্রফুল্লিত প্রকৃতি,
নান্দনিক কাঠ-গোলাপের নজর কাড়া
দৃশ্যে হৃদয় করিডোর পুলকিত;উদাস 
প্রেমিকের মন প্রেমিকার তরে ব্যাকুল।

শুভজ্যোতি মন্ডল মানিক, গ্রামঃ পাথুরিয়া,পোস্টঃকালিবাড়ী বাজার,মোড়েলগঞ্জ-বাগেরহাট

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।