যে জল ভালোবাসে না সে-ই গেল খাঁড়ির দিকে ।
নির্যাতনের পাটাতন পেরিয়ে অন্ধকারে অন্ধ মানুষ
জলের স্পর্শ নিচ্ছে । মাথার ওপর লোভী মেঘ ।
বিরহে কাতর না হবার শপথ ছিল কোথাও
যৌবন মাড়িয়ে গেছে আখের কলে । রাস্তার কাঁকরে ।
কিছু পতাকা নির্জনে হয়তো উড়েছিল ।
হয়তো নেচেছিল কিছু শালফুল ।
গৌরব কুড়োতে গিয়ে মাটি হয়েছে দ্বিধা ।
ঝিপঝিপ জলের ওপর পায়ের আলপনার খোঁজে
সমস্ত সঞ্চয় গেছে ভেসে ।