নিয়নের আলোয় স্বপ্ন বিক্রি হয়
বাস্তবতার মোড়কে দাম ওঠে-নামে,
চন্দ্রকলার প্রতিটি রাত্রি নিঃসঙ্গ,
দিঘির শান্ত জলে চাঁদ অপলকে দেখে
তার আজীবনের ভয়ঙ্কর সঙ্গী কলঙ্ককে।
অতৃপ্তির চারাগাছ দীর্ঘায়িত হয় প্রতিনিয়ত,
ঘষা কাঁচের আজ বড়োই চাহিদা।
সময় - সময় খেলায় অসময়ের প্রবেশ,
দিন বদলের নেশায় পথে গণদাবী ওঠে,
চলো, মনুষত্বের দাবীতে বিশ্বাসের ধূলো মাখি।
.............................. .............................. .....
পিঙ্কি ঘোষ,
কলকাতা, পশ্চিমবঙ্গ।