MrJazsohanisharma

ঈদের স্মৃতি ।। মোঃ আব্দুর রাজ্জাক রন্জু


স্মৃতির সাগর উথলে ওঠে 
কতোই স্মৃতি গাথা
জোয়ারেতে ভেসে আসে
হরেক স্মৃতি কথা।

ছোট্ট বেলার খেলার সাথী
বন্ধু ছিলাম জুটি
গাঁয়ের মেঠো পথের ধূলোয়
খেতাম লুটোপুটি। 

কোথায় তারা আজকে সবাই
ডাকে যে হৃদয়
পরপারের যাত্রী অনেক
স্মৃতিই শুধু রয় ! 

নতুন জামা নিয়ে ছিলো
'মিষ্টি' হুড়োহুড়ি
কার চেয়ে কার ভালো জামা
ছিলো লুকোচুরি ! 

গাছের পাতায় মেহেদী বাটায়
সাজা রাত্রি ভর
সাত সকালে টকটকা রঙ
ভরতো হৃদয় ঘর ! 

কার আগে কে উঠতে পারে
ঈদের সকালে
সালাম কোরে সেলামীটা
জোটে কার কপালে ! 

বাড়ির পাশের পুকুর ঘাটে
কিংবা কলের পাড়ে
গোছল সেরে নতুন জামার
খুশি ধরে নারে ! 

সুরমা আতর গায়ে মেখে
সবাই একসাথে
নামাজ পড়তে যেতাম সবাই
পাশের ঈদ মাঠে। 

নামাজ শেষে জড়িয়ে বুকে
চলতো কোলাকুলি
এখনো এই রীতিই আছে 
হৃদয় খোলাখুলি। 

সকাল থেকেই বাড়ি বাড়ি 
চলতো খানাপিনা
দলবেঁধে সব চলতো ভোজন
সেমাই পোলাও ভূনা।

এখন তো আর দেখি না যে
দল বাঁধা এ দৃশ্য 
প্রীতির বাঁধন আলগা এখন
চলছে বুঝি কৃচ্ছ ! 

লোক দেখানোর অনুষ্ঠান 
ছিলো খুবই কম
আবেগ-অনুভূতি, মায়া
ছিলো যে হরদম।

আজকে সেসব মনে পড়ে 
ফেসবুকের একালে
হাসি-খুশির আগের জীবন
নাচে স্মৃতির তালে।

কোথায় বলো হারিয়ে গেলো
ঈদের টুকরো স্মৃতি?
নিখাদ মায়া ভালোবাসায়
সৌহার্দ্যের গীতি? 

প্রযুক্তিতে লাগুক ছোঁয়া 
আবেগ ভালোবাসা
শুভ্র সাদায় বিশ্ব সাজুক
নতুন স্বপ্ন আশা। 


কবি পরিচিতি: কবি সহঃ অধ্যাপক মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ, বগুড়া ও সদস্য জাতীয় কবিতা পরিষদ বগুড়া জেলা শাখা।

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post