নিশান ।। আসকার ইকবাল


তারপর পাপী বেরিয়ে আসে অনাগত মানসিক সভ্যতার মানদন্ড থেকে।

পাপমুক্ত সময় ধুয়ে-মুছে ফেলে তার বাহির ভেতরের সমস্ত দোজগের আগুন।
আর সময় হয়ে ওঠে পাপীর অনাগত ভবিষ্যত। তান্ত্রিক সাধন ঠিক এগিয়ে চলে সকল পাপকে মুছে ফেলতে।
 উড়ে আসা দ্রুত গতির বাহন থেকে দেখতে পাই লাল,কালো আর সাদা নিশান। আর ঠিক আমার হাতে উড়তে থাকে গাছের পাতার রঙে মিলিয়ে যাওয়া সবুজ শব্দমালা। 
ঠিক তখন সবুজ নিশানের মতো। 
তারপর আবারো চিতকার করলাম। 
নিশানের রঙ আবারো দেখতে পেলাম নতুন আঙ্গিকে। আমি বেঁচে আছি আমার শহরে কিংবা পৈতৃক ভিটায় আবার নতুন আনন্দে নতুন কেউ  হয়ে।



কবি পরিচিতি:

              Askar Iqbal । আসকার ইকবাল

 জন্মঃ ১লা জানুয়ারি ১৯৯৫
ফেনী জেলার শর্ষাদি গ্রামে নিজ নানাবাড়িতে।
পিতাঃ মরহুম তাজুল ইসলাম
মাতাঃ খাদিজা বেগম
সাহিত্যচর্চা শুরু ২০০৯ সালে নবম শ্রেণীতে পড়া অবস্থায়।
পেশা: শিক্ষকতা।বই পড়া ও সিনেমা দেখা প্রধান নেশা।নিয়মিত সাহিত্যচর্চায় মনোনিবেশ করতে আগ্রহী।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।