তারপর পাপী বেরিয়ে আসে অনাগত মানসিক সভ্যতার মানদন্ড থেকে।
পাপমুক্ত সময় ধুয়ে-মুছে ফেলে তার বাহির ভেতরের সমস্ত দোজগের আগুন।
আর সময় হয়ে ওঠে পাপীর অনাগত ভবিষ্যত। তান্ত্রিক সাধন ঠিক এগিয়ে চলে সকল পাপকে মুছে ফেলতে।
উড়ে আসা দ্রুত গতির বাহন থেকে দেখতে পাই লাল,কালো আর সাদা নিশান। আর ঠিক আমার হাতে উড়তে থাকে গাছের পাতার রঙে মিলিয়ে যাওয়া সবুজ শব্দমালা।
ঠিক তখন সবুজ নিশানের মতো।
তারপর আবারো চিতকার করলাম।
নিশানের রঙ আবারো দেখতে পেলাম নতুন আঙ্গিকে। আমি বেঁচে আছি আমার শহরে কিংবা পৈতৃক ভিটায় আবার নতুন আনন্দে নতুন কেউ হয়ে।