নববর্ষের রাতে।। অন্তর চন্দ্র

 



মাথার উপর ভেঙে পড়ল বৈশাখী মেঘ
সর্বাঙ্গে ঝুমুর তালে...

রবি ঠাকুরের গান ভেসে আসে কাণে
কৃষ্ণচূড়ার পাপড়ি দোলে হেলে দুলে

ধিতাং ধিতাং ধিন তা না 
বনস্পতির মাথার উপর খেলায়

সূর্য গিলে খাচ্ছে চিল...
বনানী কুন্তলা ভেসে যায় 

রঙের মিছিল শেষ হলে 
নববর্ষের প্রথম রাতের আকাশ
চৌধুরীদের উঠোনে নৃত্যকলা শিখে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post