বৈশাখ আজ তোমার আগমনে কোকিলের কন্ঠে কন্ঠে
নব প্রভাতের বন্দনা গীতি,নানান পাখীর কলরব।
তুমি সকলের পরম আশ্বাসের,পরম প্রার্থনার
তুমি বাঙালীর একটি সর্বজনীন লোক উৎসব।।
তুমি কল্যান ও সম্ভাবনাময় নতুন জীবনের প্রতীক
তুমি নতুনের আহবানে মনে প্রানে সাড়া দিয়ে উঠো।
তোমার পদার্পনে দীনতা ও হতাশা থেকে আলোক
প্লাবনে পৃথিবী হোক আনন্দপুর্ণ এবং উদ্ভাসিত।।
তোমার উপস্থিতিতে শুচিস্নাত হয়ে অনুভব করি
পরম সুখের,পরম প্রেমময়ের আনন্দ স্পর্শ।
অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে সবাই
লাভ করি এক মহাজীবনের উদার সান্নিধ্য।।
আজ স্বার্থপতার ক্ষুদ্রতার নির্মোক ভেঙে, কুসংস্কার ঠেলে
মিলনের উদার উৎসব প্রাঙ্গনে সকলে হই সম্বিলিত।
তুমি নিয়ে এসো স্বতঃস্ফুর্ত আনন্দ –উৎসব ও শুভবোধ
তোমার আশ্বাসে “পুরাতন বছরের জীর্ন ক্লান্ত রাত্রি”-র
অন্তিম প্রহর হয় ঘোষিত।।
তোমার কাছে সকলের অনেক কামনা, অনেক বাসনা
অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রার্থনা ও দুঃখজয়ের।
তুমি নবজীবনের দ্বার উম্মোচিত করে দাও, নতুন পথ দেখাও
সকলের জীবনে উদ্ভাসিত করো নতুন প্রত্যশার, নতুন দিনের।।
(আমার পরিচয়)
আমি শুক্লা রানী বর্মা।মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক। তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট।