গরম এলেই কারেন্ট গেলে
গায়ে ঝরে ঘাম
মনে তখন পড়ে শুধুই
মনে তখন পড়ে শুধুই
তালপাখাটার নাম।
নানা রঙের ফুল আঁকা আর
দেখতে চমৎকার
তালপাখাটির হাওয়া খেয়ে
তালপাখাটির হাওয়া খেয়ে
প্রাণটা জুড়ায় তার।
কেউ বলে হাতপাখা ভাই
কেউ বলে হাতপাখা ভাই
আছে অনেক রকম
তাই নিয়ে তো লেগেই থাকে
তাই নিয়ে তো লেগেই থাকে
হাজার বকমবকম ।
তবু জানি শীতল বাতাস
পাই না মোটে ভাই
গ্রীষ্ম এলেই তাইতো আমার
গ্রীষ্ম এলেই তাইতো আমার
তালপাখাটি চাই।
কাশীপুর, পুরুলিয়া।