অপরিচিত ।। নীলম সামন্ত


সমাধানহীন পৃথিবীর বারোমাস্যায় 
বোধ ও বুদ্ধি। 

বোধ ও বুদ্ধি থেকে ব-ধ তুলে নিলে 
অতিশয্যায় পড়ে থাকে দ। 

দ- হয়ে শুয়ে স্বপ্নে দেখছি 
মরা সমুদ্রে আমাকে মেরে ফেলতে ছুটে আসছে 
ভেড়ার পাল 

আমি, ঘামছি, 
আত্মার ভেতর-
পৃথিবী স্পর্শকাতর নিত্যদিন। 

                               অপরিচিত বয়স, 
                                অপরিচিত জ্ঞান।
------------------ 
নীলম সামন্ত

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।