সমাধানহীন পৃথিবীর বারোমাস্যায়
বোধ ও বুদ্ধি।
বোধ ও বুদ্ধি থেকে ব-ধ তুলে নিলে
অতিশয্যায় পড়ে থাকে দ।
দ- হয়ে শুয়ে স্বপ্নে দেখছি
মরা সমুদ্রে আমাকে মেরে ফেলতে ছুটে আসছে
ভেড়ার পাল
আমি, ঘামছি,
আত্মার ভেতর-
পৃথিবী স্পর্শকাতর নিত্যদিন।
অপরিচিত বয়স,
অপরিচিত জ্ঞান।
------------------
নীলম সামন্ত