বর্ণে বর্ণে লেখা আছে
নতুন বছরের গীতি।
বর্ণময় হোক তবে
থাকুক প্রেম প্রীতি।
ছন্দে গাঁথা জীবন সবার
আনন্দে কাটুক আজ।
দীর্ঘ সময় হুল্লোড় আর
চারিদিকে নবসাজ।
গণেশ পুজো দিকে দিকে
সুগন্ধি ধোঁয়া ওড়ে।
ধর্ম বর্ণ মিলুক সবে
বাধা বিবাদ ছেড়ে।
হালখাতার প্রতি পাতায়
থাকুক হিসেব নিকেশ।
কে কতটা পরিশ্রমী
কে করছে আয়েস।
---------
কাঠিয়া, মুরারই, বীরভূম
যোগাযোগ- ৮৬৩৭০৬৪০২৯
শিক্ষা- এম.এ(বাংলা), বি.এড
পেশা- বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা
নেশা- কবিতা ও গল্প পড়া আর একটু-আধটু লেখা
ইচ্ছা- কবিতায় মুক্তি
প্রকাশিত কাব্যগ্রন্থ- "এবং আমি"(২০১৭), "প্রতিবন্ধকতা"(২০১৮)।
এছাড়াও
'কবিতা কোরাস'(২০১৮) ও 'কবিতা কোলাজ'(২০১৯), 'সোহাগ প্রজাপতির ফুলশয্যা'(২০১৯), 'শহরতলি'(২০২০), 'ভালোবাসার প্রজাপতি'(২০২০), 'স্মৃতিটুকু থাক"(২০২০), 'সরষে ক্ষেতের পুতুল'(২০২১), 'কাব্যসাজি'(২০২১), 'ভালোবাসার শ্রেষ্ঠ কবিতা'(২০২৩) ইত্যাদি যৌথ কবিতা সংকলন।
সম্মান- ctn tv চ্যানেল কর্তৃক প্রদত্ত 'নক্ষত্রানি'(২০১৭)।