এলোমেলো বাতাসে শুধু ধুলো নয়,
তুলো-ও ওড়ে-
হৃদয়ে প্রেম নয়, কারো কারো হাহাকারও জাগে;
আর সর্দি, সে-তো বোনাস!
চৈত্রের দাবদাহ বলে বৈশাখ এলো বলে,
এবার বসন্ত বিদায়।
ফি-বছর বৈশাখ আসে নিত্য নতুন বাহানা নিয়ে,
মানুষের বেশে মুখোশে গিজগিজ করে চারিদিক-
এ ঘটনা তো নিত্য-নৈমিত্তিক।
ঠাওর করতে পারি না, কোনটা মুখোশ আর কোনটা মানুষ!
রংতুলিতে মুখোশের অবয়বের দিকে তাকিয়ে,
নিজের প্রতি নিজেই তাচ্ছিল্যের হাসি হাসবো ভেবেছি।
হঠাৎ শুনছি, মঙ্গল শোভাযাত্রাতেও নাকি ঘোরতর আপত্তি!
কোথায় তবে নিজস্বতায় নির্মল প্রশান্তি?
❤️❤️❤️
ReplyDelete