একটা সাম্রাজ্য আর এক চিলতে খালি পা
শরীর বলতে চেয়ে নেওয়া এইটুকুই অনুমান-
হয়ত বিসর্গের পর চন্দ্রবিন্দু আসে নিয়মেই
সুস্থ যোনীপথে চেয়ে দেখলে বিপথগামী হয় তারা...
কণ্ঠ ভিজে যায় নির্লিপ্ত জলে-
শেষবার ঠোঁটে লেগেছিল মৌতাত রস
অপরিচিত রাতের গায়ে ভেসেছিল সেইটুকু নথি।
কেঁপে ওঠা বাষ্পদণ্ডে ঘাসফুলের বিপন্ন নৈতিকতা...
এবার খোলামাঠে খুঁজে দেখো শিশির-
নিয়মিত আমিও এভাবেই চেনা যোনীচিহ্নে সংগ্রহ করি স্মারকলিপি...
কাকে তুমি ঠোঁট কাঁপা বলো?
নিজের দিকে অবিরাম রাত্রিনিক্ষেপ?
স্তনের অন্ধকার দিকটায় আমি বরাবর চুমু খাই সহজে
কুয়াশা সরিয়ে নেওয়া সেটুকু রাজপথই চর্চিত
বাকি শিশিরের ছাপটুকু তোলা থাক ভোরের অপেক্ষায়।
কৌশিক চক্রবর্ত্তী
কোন্নগর, হুগলি
ফোন - 9433759247
কবি পরিচিতি-
কৌশিক চক্রবর্ত্তী। পেশায় শিক্ষক। কারিগরি স্নাতকোত্তর শিক্ষা সম্পূর্ণ করেন 2009 সালে। এপার বাংলা ও ওপার বাংলার বিভিন্ন পত্রিকা এবং কাগজে নিয়মিত প্রকাশ হয়ে চলেছে কবিতা ও প্রবন্ধ।
কবিতার জন্য পেয়েছেন একাধিক সম্মান। সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(2018), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (2019), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, 2021, কচিপাতা সাহিত্য সম্মান, 2021 তার মধ্যে অন্যতম। প্রকাশিত যৌথ কবিতা সংকলন হল 'তেরো'(আত্মজা প্রকাশনী, ২০১৭) এবং 'চারবাক'(অসময় প্রকাশনী, ২০১৮)। একক কাব্যগ্রন্থ 'আরেকটু নৈঃশব্দ্যের দিকে' (অসময় প্রকাশনী, 2019), অভিযোগ ও দাফনপ্রক্রিয়া (চক্রবর্তী অ্যান্ড সন্স পাবলিকেশন, 2020), নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা (পৌষালি প্রকাশনি, 2022)। এর আগে আরেকটু নৈঃশব্দ্যের দিকে কাব্যগ্রন্থ বঙ্গীয় সাহিত্য দর্পণ থেকে সেরা কাব্যগ্রন্থ বিভাগে পুরস্কৃত হয়েছে।