Homeছড়া-কবিতা এলোরে বৈশাখ ।। বিপ্লব গোস্বামী April 14, 2023 0 এলোরে এলো বৈশাখ রবীন্দ্র সঙ্গীতে, হালখাতা গণীপূজা সিদ্ধি আর হিতে।এলোরে এলো বৈশাখ ঝড় বৃষ্টির সাথে, বটতলার মেলায় ইলিশ পান্তা ভাতে।এলোরে এলো বৈশাখ নব ফলে ফুলে, নব পল্লবেতে এলো শ্যামলীর দুলে। হালিচা: ছড়া-কবিতা নববর্ষ ১৪৩০ বিপ্লব গোস্বামী Facebook Twitter