নতুন ।। অজিত কুমার জানা

 




বোরো ধানের সোনার খণি, 
নতুন বছরের পায়ের ধ্বনি। 
ন্যাঙটো দিন, মায়ের কোলে, 
মিনিট-ঘন্টার হাত-পা তুলে। 
ফুটফুটে দিন, তুলতুলে গাল, 
নতুন বছর টকটকে লাল। 
সূর্য্য সকাল তাপের আমদানি, 
বিকেল হলেই ঝড়ের ধমকানি। 
তৃষ্ণা কাতর মাটির পাড়া, 
কাঁখে নিয়ে শূন্য ঘড়া। 
দোকান খুলে নতুন দিন, 
ব্যাঙ্কে তুলে আগাম ঝণ। 
ক্ষতির ঝুঁকি লাভের তরে, 
হাসছে নতুন আশার ভরে। 
নতুন বছর দিচ্ছে ডাক, 
নতুন স্বপ্ন বাজায় ঢাক। 


অজিত কুমার জানা-ভারত তথা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শ্যামপুর থানার কোটরা গ্রামে ১৯৬০খ্রীষ্টাব্দের ৩রা নভেম্বর জন্মগ্রহণ করেন। 
বর্তমানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। বহু পুরস্কার ও সম্মানে ভূষিত। প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থ ৪৫টি, মৌলিক নাটক ২টি, প্রকাশিত যৌথ কাব্য সংকলন শতাধিক, এছাড়াও বিভিন্ন পত্র-প্রকাশিত গল্প ও অণুগল্প ওপ্রবন্ধ। বর্তমানে বিভিন্ন দৈনিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক সাপ্তাহিক, ও বার্ষিক বিভিন্ন পত্র পত্রিকার নিয়মিত লেখক। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।