Homeঈদ সংখ্যা ২০২৩ নাচছে খুকি ।। মজনু মিয়া April 20, 2023 0 নাচছে খুকি ধিন ধিন তা ধিন আজকে খুকি সারাটা দিন নববর্ষের আনন্দে সেসাজছে যে রঙিন। বাঁধছে চুল সে বেণী করেআলতা আছে পায়ে পরেনুপুর বাজে রুনুঝুনু হাতে খুশির বীণ। নাগরদোলা রঙের মেলাবসছে মাঠে-ঘাটে মেলা মাটির পুতুল খেলনা পাতিচুলের ক্লীব আর পিন। হালিচা: ঈদ সংখ্যা ২০২৩ ছড়া-কবিতা মজনু মিয়া Facebook Twitter