প্রতীক্ষা ।। রাজিয়া সুলতানা ঈশিতা

 


 

আমি অনেক প্রতীক্ষা করেছি
প্রতীক্ষা করেছি পাতাঝরা দিনের
প্রতীক্ষা করেছি বসন্ত বরণের
প্রতীক্ষা করেছি আম্রকাননে গুঞ্জনের
হাসনাহেনার,কাঁঠালচাঁপার,শিউলির,মাধবীর।
প্রতীক্ষা করেছি হলদে পাখির,চাতকের,ফিঙের
কোকিলের,চিলের,ময়ূরাক্ষী জলের।
প্রতীক্ষা করেছি ডাহুকের,সুদর্শনের,জোনাকির
প্রতীক্ষা করেছি কাশফুলের,নদীতীরে,ছোট্ট ডিঙার
প্রতীক্ষা করেছি আযানের,শিউলি ঝরা প্রভাতের।

সেই কবে শিউলি ঝরে গেছে
পাতাঝরা দিনের মুক্তি মিলেছে
এখন আম্রকাননে গুঞ্জধ্বনি উঠে
সবুজ পাখিরা উড়ে-উড়ে আসে ছাদে
ঠোকরে-ঠোকরে ফল খেয়ে চলে
আমি অপলক দেখি ওদের
বড় ঝাপসা দেখি-

একটা ছোট্ট নীল অথবা হলুদ খামের প্রতীক্ষায়
কেটে গেছে সহস্র দিন।
জনান্তে থেমেছে কোলাহল
অপলক প্রতীক্ষারা দৃষ্টি ম্রিয়মাণ করে দিয়ে গেছে।
রাত্রি নেমে এলে ডাকহরকরা থেমে যায়
সহস্র বছরেও কোনোদিন আসেনি ওরা।

তাই এইবেলা আজ রাত্রিতে নত মুখে
বইয়ের গন্ধ নিতে এসেছি,
ঝাপসা দৃষ্টিতে বর্ণদের বিদ্রোহে আষাঢ় নেমেছে
আমি তবুও প্রতীক্ষা করছি-
একটা ছোট্ট নীল অথবা হলুদ খামের।

রাজিয়া সুলতানা ঈশিতা
প্রধান নির্বাহী স্বপ্ন '৭১ প্রকাশন
সহসম্পাদক বইচারিতা (বই বিষয়ক পত্রিকা)

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. দারুণ লিখেছন আপু।
    ~ নুসরাত

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।