কেউ এক ফোঁটা জমি ছেড়ে দিতে নারাজ
গেয়ে যাচ্ছে সবাই নিজের মতো করে
অপরের গেয়ে যাওয়া গান ,
কেউ অনুকরণ করে কেউ অনুসরণ।
জাজেরা আছে দুর্বল মুহূর্তের জন্য
কখন তার সুক্ষ তম মেলোডির বেসুর ধরা পড়বে,
তখনই ছুড়ে দেবে ঘন কুয়াশায়,
হাত ধরে কেউ তুলে এনে বলবে না
উঠে এসো তুমি অনেক সুর এনেছো, পথও।
ক্রমশঃ হতাশায় অবসাদে হারিয়ে যাবে ঘন অন্ধকারে।
-----
আমি বাকুঊ জেলার বড়জোড়ায় বসবাস করি।
দীর্ঘদিন লিখছি। চিকিৎসা আমার সমাজ সেবা মূলক কাজ। গান গাওয়া আমার শখ। স্কুলে চাকরি করি। আমার লেখা কাব্য গ্রন্থ, গল্প গ্রন্থ,যাত্রার কয়েকটি বই আছে। রেডিওতে আকাশ বাণী কলকাতা কেন্দ্রে প্রত্যাশা অনুষ্ঠানে আমার নাটক অভিনীত হয়।