আমরা শ্রমিক, আমরা মজুর,
আমরা দেশের প্রাণ।
কারখানা আর চাষের জমিতে,
জীবন করেছি দান।
মাথার ঘাম পায়ে ফেলে,
সামান্য কিছু পাই।
তবুও দুবেলা জোটেনি ভাত,
পাশে কেউ নাই।।
বউয়ের গায়ে ছেঁড়া কাপড়,
মেয়ের ছেঁড়া জামা।
আমরাই অভাগা গরীব শ্রমিক,
রহিম, করিম রামা।
সাহেব বিবিদের মুখে মুখে,
কত আশ্বস্ত বানী।
বাস্তবে সব কিন্তু অষ্টরম্ভা,
কলুর বলদ টানি।