কবিতার মতো সম্মোহনী বিকেল
চুলখোলা কিশোরীর ঠোঁটে নামে
খরস্রোতা সুরমার রূপেরছটা
সাতরঙা গোধূলি খেলে জলকেলি খেইড়
বর্ণিল আঁচল পেতে ধরে অপরূপা হাওড়
ঢেউয়ের বুকজুড়ে স্বপ্ন হাতড়ায়...
তাপোষ্ণ বাতাসে বাজে সুরের সিম্ফনি
মেঘআকাশে ফেরারি শব্দচূর্ণে
জলজ ঘাসে বৌছি খেলে উজাই মাছ
কণ্ঠে তোলে ডাঙায় ফেরার গান
প্রতীক্ষার পাখি রোদবৃষ্টি গোছল সেরে
ডানায় মাখে আহ্লাদী ঘুম
তরল-তন্দ্রা নিয়ে চোখে—
হাওড় বিলাসী বক ফেরে হিজলের ডালে
বৃক্ষমাটির ঘ্রাণ ছুঁয়ে পাতাবাহারে নামে
চোখভরতি 'জলজোছনা'...।
পরিচিতি: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী। একজন বাংলাদেশী কবি, লেখক ও সাংবাদিক। প্রকাশিত গ্রন্থ ৫টি। সম্পাদনা করেন সাহিত্যের ছোটোকাগজ 'বাঁশতলা'। সাংবাদিকতা ও লেখালেখি ঘিরেই কবির যাপনকাল। তাঁর জন্ম বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে। লেখাপড়া এমএ, এলএলবি। কৈশোর থেকে তাঁর টান ছিল সাহিত্য-সাংবাদিকতার প্রতি। লেখালেখির নেশা ছিল প্রবল। সেই থেকে তৃণমূল সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়া। বর্তমানে দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবী (শিক্ষানবিশ) পেশায় নিয়োজিত রয়েছন। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: একাত্তরের যুদ্ধবীর, প্রেরণার বাতিঘর (আবদুল মজিদ মাস্টার স্মারকগ্রন্থ), মুক্তিযুদ্ধে জননেতা আবদুল হক, ১৯৭১: যুদ্ধজয়ীদের কথা, কুড়ানো সুখ (কবিতাগ্রন্থ) স্বপ্ন শতদল (যৌথ কাব্যগ্রন্থ) ইত্যাদি।