কল্লোলিত বৈরিতা ।। এম এ ওয়াজেদ


রাজনন্দিনীর মিষ্টিমুখে কে যেন এঁকে দিয়েছে 
ব্যঞ্জণধ্বনির পুষ্পসৌরভ 
দিগভ্রান্তির ট্যাসেলটি মনে হয় ঝুমকোজবা 
অদ্ভুত মৃদু শিহরণে জেগে উঠে সতেজ শিরা 
একটানা বৃষ্টির শব্দে কল্পনার পাখাগুলি ডানা মেলে ৷ 

আদিরসের দূষিত সরোবরে নিত্য বসবাস 
আম্লিক আয়স্ত্রীর প্রেম নিবেদনে বেড়ে যায় কৃত্রিমতা 
চক্ষুলজ্জাহীন জঘন্য মিথ্যাচারিতায় 
অথবা তর্কবিদ্যার অভিনীত তর্কজালে 
কল্লোলিত বৈরিতার বৃক্ষকাণ্ড অকালে ঝরে পড়ে ৷ 

জগৎসংসারে ঘটে যাওয়া হাজারো ঘটনা 
স্মৃতিবিভ্রাটের দোহাই দিয়ে এড়িয়ে যায় 
অথবা সাধু সেজে ভুলে থাকার ভাণ করি 
রেশমকীটের অহর্নিশ দংশনে ঐ দেখ 
সভ্যতার দ্রাঘিমারেখা সাম্রাজ্যবাদের তটে নোঙর করে ৷


এম এ ওয়াজেদ 
আমানা গ্রীন সিটি , নওগাঁ সদর , নওগাঁ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post