জংলী রাত ।। সুদীপ্ত বিশ্বাস

 


ব্যাঙ চলেছে ব্যাংককে আর চিল চলেছে চাইনাতে
রাত-দুপুরে গান ধরেছে হাসনাবাদের হায়নাতে।

মৎস্য বলে, ‘বৎস শোনো, চিংড়ি কোনও মাছই না।’
নেংটি বলে, ‘মাউস রে তোর রঙ্গ দেখে বাঁচি না!’

হাঁড়ি নিয়ে হাঁড়িচাচা যেই না গেল বাজারে
হোগলডুরির হুক্কা শেয়াল উঠল ডেকে হাজারে।

কঙ্গো থেকে কুমীর এল, সোঁদরবনে সাঁতরে!
বাঘ বাবাজী উঠল হেঁকে, 'আমরা রাজার জাত রে।'

ঘোঁত-ঘোঁতিয়ে বলল ঘোঁতু, 'আঁমায় কিঁন্তু ঘাঁটাস না
রাঁত দুঁপুরে ঘুঁমের সঁময় চেঁচিয়ে গঁলা ফাঁটাস না।'

চাঁদনী রাতে চালতা গাছে পেত্নি বাজায় করতাল
হেঁড়ে গলায় হাকিম হাঁকে, 'কালকে হবে হরতাল।'

এমন সময় তেঁতুল গাছে ভূতের রাজা মামদো
রাত-দুপুরে বায়না ধরে, ‘পেত্নি, মুঝে হাম দো!’

পেত্নি বলে, ‘মামদো রে তুই ঘুমটা দিলি চটকে,
মটাশ করে এইবার তোর ঘাড়টা দেব মটকে।’

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।