অশোধিত সৌখিন কপাট ।। এম এ ওয়াজেদ


অন্তরের দৃষ্টিহীনতায় ভুলে যায় স্মৃতির ইতিহাস
ঝাপসা আলোয় চেয়ে দেখি-
নগ্নতার রক্তবীজ অসুরের চোয়াল বেয়ে 
বৃষ্টিধারার মতো ছড়িয়ে পড়েছে 
গ্রাস করছে বর্ধিত লোকালয় অসহিষ্ণু জনপদ
ব্যথিত পরাগের গর্ভকেশরে নষ্টামির জখমপ্রাপ্ত আলপনা ৷

কল্পনার বিলাসী প্রহর হরণ করেছে 
সত্যজ্ঞানের মুদ্রিত অধ্যায় 
বিশ্বায়নের ঔপনিবেশিক দাসত্ব 
চুষে চুষে খায় কথিত সভ্যতার নিন্দিত ললাট
কারা বলে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে ?

মিথ্যাবাদের অশোধিত সৌখিন কপাটে
শোভা পায় রকমারি শোষণের জটিল রসায়ন
বুদ্ধিবাদের অমার্জিত কপটতা 
অবাসযোগ্য পৃথিবীর কেন্দ্রমূলে অপচ্ছায়ার প্রতিচ্ছবি 
দুর্বিপাকের ধ্বংস গহ্বর সহজেই দৃশ্যমান ৷

চিত্তবৈকল্যের বৃক্ষচারা ক্রন্দন করে
সুবাসিত ঘ্রাণ তালাশ করে হৃদয়ের ঊষর জমিন
শতযুগের ক্লান্তি ভর করেছে বিকাশের প্রবেশ পথে
হিসাবের খাতায় প্রকৃতপক্ষে আজো দাসেরা সংখ্যা গরিষ্ঠ ৷৷



   এম এ ওয়াজেদ
আমানা গ্রীন সিটি , নওগাঁ সদর , নওগাঁ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।