উচ্চারণ গুলি শোকের ।। লুনা জাহান

 

ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের ঐতিহাসিক বাড়ি 
নিস্তব্ধ, বুলেটবিদ্ধ, রক্তাক্ত সিঁড়ি । 
ক্ষমতালোভী ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর সপরিবারের আত্মদান 
বাড়ির প্রতিটি পরতে লাগা রক্তের দাগ 
আজো অম্লান । 
শিশু রাসেলের কান্নায় আকাশ বাতাস হয়েছে ভারি 
চুপিচুপি কাঁদে পাখি, কাঁদে গাছের সারি। 
পনেরো আগস্ট বাঙালির ভগ্ন হৃদয়ে  অদৃশ্য রক্তক্ষরণ
প্রজন্মের পর প্রজন্ম বাঙালি এ শোক রাখবে স্মরণ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।