আজকে যেন শোকের দিন
বৃষ্টি ভেজা চোখ।
বর্ষা বেলায় কেমন প্রাণে
জাগে হাজার শোক।
তাজা রক্তে প্রাণের বলি
দিয়েছিল যাঁরা।
তাঁদের স্মরণে দিনটা আজ
অশ্রু চোখে ভরা।
স্বাধীন আমরা হয়েছি ঠিকই
চলছি নিজের খেয়ালে।
সারাবছর ভুলেই থাকি
স্মরি এই দিনটা এলে।
কত লড়াই আত্মত্যাগে
এসেছিল স্বাধীনতা।
ভুলছি সেসব ব্যস্তমুখো
স্বাধীনতার মানে টা।
সুনন্দ মন্ডল
কাঠিয়া, পাইকর, বীরভূম, পশ্চিমবঙ্গ